রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ৩ অক্টোবর ২০২৫, ৮:২২ অপরাহ্ন
শেয়ার

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন


toss-bd-afgan

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক জাকের আলী অনিক। তিনি অবশ্য ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

বাংলাদেশ একাদশে আজ দুটি পরিবর্তন আনা হয়েছে। দলে নেই তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব নেই। তাদের পরিবর্তে দলে এসেছেন সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম। আফগানিস্তান একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। দলে এসেছেন মুজিব উর রহমান, আব্দুল্লাহ আহমদজাই ও ওয়াফিউল্লাহ তারাখিল।

টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৪ ম‍্যাচ খেলেছে বাংলাদেশ। জয়-পরাজয় এখন সমান সাতটি করে। সবশেষ পাঁচ ম‍্যাচের চারটিতে জিতেছে বাংলাদেশ। এবার আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয়বারের মতো সিরিজ জয়ের সুযোগ টাইগারদের সামনে।

বাংলাদেশ একাদশ: জাকের আলি (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: রাহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, দারভিশ রাসুলি, ওয়াফিউল্লাহ তারাখিল, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নাবি, আবদুল্লাহ আহমাদজাই, নুর আহমাদ, রাশিদ খান (অধিনায়ক), মুজিব উর রাহমান।