রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ৩ অক্টোবর ২০২৫, ১১:১২ অপরাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে পরিবারের কাছে ফেরাতে সহযোগিতা চায় হাইকমিশন


malaysia-news

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার জহুর বারুর পেকান নানাস বন্দিশিবিরে গুরুতর অসুস্থ অবস্থায় এক বাংলাদেশিকে খুঁজে পেয়েছে বাংলাদেশ হাইকমিশন। বুধবার (১ অক্টোবর) হাইকমিশনের ফেসবুক পোস্টে জানানো হয়, অসুস্থতার কারণে তিনি কথা বলতে বা লিখে নিজের পরিচয় জানাতেও অক্ষম।

প্রবাস জীবনের কঠিন বাস্তবতায় আটক এই মানুষটির কাছে কোনো পরিচয়পত্র বা নথি পাওয়া যায়নি। ফলে তার নাম, ঠিকানা কিংবা পরিবারের খোঁজ মিলছে না। অসুস্থ শরীর আর নীরব মুখ নিয়ে তিনি নিঃসঙ্গ অবস্থায় দিন কাটাচ্ছেন বন্দিশিবিরে।

এ অবস্থায় প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের কাছে আন্তরিক সহযোগিতা চেয়েছে হাইকমিশন। যদি কারও কাছে ওই ব্যক্তির পরিচয় বা তার পরিবারের বিষয়ে কোনো তথ্য থাকে, তবে দ্রুত হাইকমিশনের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

হাইকমিশনের প্রত্যাশা—সহযোগিতার হাত বাড়ালে এই অসহায় মানুষটিকে তার পরিবারের কাছে ফেরানো সম্ভব হবে, আর অজানার অন্ধকার থেকে ফিরে আসতে পারবেন আপনজনের কাছে।

বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেজের লিংক- https://www.facebook.com/bdhckl