রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৫ অক্টোবর ২০২৫, ৯:০১ অপরাহ্ন
শেয়ার

একবারই বিয়ে করেছি, বাকি সবাই সৎস্বামী: পরীমনি


Pori-Moni

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি- যাঁর নামের সঙ্গে প্রেম, সম্পর্ক আর বিয়ের গুঞ্জন যেন নিয়মিতই জড়িয়ে থাকে। কখনো চিত্রনায়ক সিয়াম আহমেদ, কখনো তরুণ গায়ক শেখ সাদী- বছরের পর বছর নানা জল্পনা। তবে এবার নিজ মুখে খুলে বললেন এসব গুঞ্জনের পেছনের গল্প।

মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে সঞ্চালক রুম্মান রশীদ খানের মুখোমুখি হয়ে পরীমনি অকপটে বলেন, “শেখ সাদী আমার ছোট ভাইয়ের মতো। ও আমার প্রেমিক না।”

এরপর যখন তাঁকে প্রশ্ন করা হয়, “তুমি কি এখন সিঙ্গেল?”-পরীমনি হেসে বলেন, “না। তবে আমি নিজেই জানি না আমি এখন কারও সঙ্গে সম্পর্কে আছি কি না। আমি যদি বলি সিঙ্গেল, কেউ বিশ্বাস করবে না। আসলে আমি নিজেও বিশ্বাস করি না- আমার সারাক্ষণ প্রেম প্রেম লাগে, আর এটা থাকা ভালো।”

বিয়ের প্রসঙ্গ উঠলে আলোচিত এই অভিনেত্রী জানান, “আমি একবারই বিয়ে করেছি।” সঞ্চালক তখন জানতে চান, “তাহলে অন্য বিয়েগুলোর কথা সবাই শোনে কেন?”

পরীমনির রসিক জবাব, “ওরা হয়তো সৎস্বামী। যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।”

পরীমনির সঙ্গে অভিনেতা শরীফুল রাজের সম্পর্ক, বিয়ে ও বিচ্ছেদ- সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই বিয়ে নিয়ে পরীমনি বলেন, “রাজের সঙ্গে আমার বিয়েটা ভুল ছিল কি না- না, আমি মনে করি না। আমার জীবনে কিছুই ভুল না। সবই অভিজ্ঞতা।”

অভিনয়ে আসার আগে পরীমনির খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন- এমন গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার তিনি নিজেই বিষয়টি স্বীকার করে বলেন, “হ্যাঁ, ও আমার সৎস্বামী ছিল।”

মজার ছলে নিজের বিয়ে নিয়ে পরীমনি আরও বলেন, “আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ১২টা বিয়ে করব। মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। কিন্তু পরে বুঝেছি, এই রিউমারটা একদিন সত্যি ধরে নেবে সবাই (হাসি)।”

Pori-Rumman

চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও বহু গুঞ্জন ছড়িয়েছে। এ প্রসঙ্গে পরীমনি বলেন, “আমি জানি না কেন এমন গুঞ্জন হয়। বিশ্বাস করেন, এই একজন মানুষের সঙ্গেই আমার সবচেয়ে কম যোগাযোগ। সারাক্ষণ ফোনে কথা হয়- এমনটাও না।”

পরীমনির জীবনের প্রতিটি অধ্যায়ই যেন রঙিন আলোয় মোড়া। কৈশোরের পরপরই তাঁর প্রথম বিয়ে হয়- যদিও সেটি দীর্ঘস্থায়ী হয়নি। ২০১২ সালে পরিচালক কামরুজ্জামান রনির সঙ্গে প্রেম ও বিয়ের খবরও একসময় আলোচিত হয়েছিল, তবে সে সম্পর্কও ভেঙে যায়।

পরবর্তীতে ‘গুণিন’ ছবির শুটিংয়ে পরীমনির সঙ্গে শরীফুল রাজের পরিচয়, সেখান থেকে প্রেম, তারপর বিয়ে। তাঁদের ঘরে জন্ম নেয় একমাত্র সন্তান রাজ্য। এখন রাজ্যকে নিয়েই পরীমনি ব্যস্ত সময় কাটাচ্ছেন, আর রাজ নিজের কাজের ভুবনে।

সাক্ষাৎকারে নিজের জীবনের নানা উত্থান-পতনের কথা বলতে গিয়ে পরীমনি বলেন, “আমার জীবনের প্রতিটি সম্পর্ক, প্রতিটি অভিজ্ঞতা আমাকে নতুন করে গড়েছে। ভুল বলে কিছু নেই- সবকিছুই শেখার অংশ।”