রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৫ অক্টোবর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
শেয়ার

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে ১৪৪ রান দরকার বাংলাদেশের


bangladesh২০১৮ সালে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল আফগানিস্তান। সাত বছর পর সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে টাইগারদের সামনে। শারজায় প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ রবিবার সিরিজের শেষ ম্যাচে জিতলেই আফগানদের ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করবে লাল–সবুজরা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৯ উইকেটে ১৪৩ রান তোলে। ফলে হোয়াইটওয়াশ নিশ্চিত করতে বাংলাদেশের লক্ষ্য ১৪৪ রান।

টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত ছিল অধিনায়ক জাকের আলি অনিকের। শুরুতেই সেটির সুফলও পায় বাংলাদেশ। দলীয় ৩৯ রানের মধ্যেই আফগানদের তিন ব্যাটারকে ফিরিয়ে দেয় টাইগার বোলাররা। চতুর্থ উইকেটে ডারউইশ রাসুলি ও সেদিকউল্লাহ আতাল ৩৪ রানের জুটি গড়লেও সেটি বেশিক্ষণ টেকেনি। ২৮ রান করা সেদিকউল্লাহকে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন।

এরপর এক পর্যায়ে আফগানিস্তানের স্কোরবোর্ড দাঁড়ায় ৯৮ রানে ৮ উইকেট। তবে শেষ দিকে রাসুলি ও মুজিব উর রহমান ৩৪ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন। মুজিবের ব্যাট থেকে আসে ২১ রান, আর দলের সর্বোচ্চ ৩২ রান করেন রাসুলি।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। মাত্র ১৫ রান খরচায় ৩ উইকেট তুলে নেন তিনি। পাশাপাশি নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব পেয়েছেন দুটি করে উইকেট।

এখন টাইগারদের সামনে অপেক্ষা করছে এক ঐতিহাসিক সুযোগ। জয়ের জন্য প্রয়োজন মাত্র ১৪৪ রান—এই রান তুলতে পারলেই আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি–টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের গৌরব অর্জন করবে বাংলাদেশ।