
তিন ম্যাচের সিরিজে একদম দাঁড়াতেই পারলো না আফগানিস্তান। পুরোপুরি ধবল ধোলাই, হোয়াইটওয়াশ। প্রথম দুই ম্যাচ জিতে এমনিতেই সিরিজ নিশ্চিত ছিল বাংলাদেশের। শেষ ম্যাচে আফগানিস্তানের আশার কফিনে শেষ পেরেকটিও মেরে দেয় টাইগাররা।
শেষ ম্যাচে আফগানিস্তানের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়েছিল টাইগাররা। তবে ব্যাট হাতে সাইফ হাসানের আগুন ঝরা ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
তার ব্যাটিং নৈপুণ্যে ভর করে বাংলাদেশ মাত্র ১৮ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় এবং নিশ্চিত করে এক ঝলমলে জয়।
বাংলাদেশ দলের জন্য এই সিরিজ জয় শুধুমাত্র একটি জয় নয়, বরং টি-টোয়েন্টি ক্রিকেটে আত্মবিশ্বাস আরও উঁচুতে তোলার এক বড় মাইলফলক।



























