রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৬ অক্টোবর ২০২৫, ৮:৪০ পূর্বাহ্ন
শেয়ার

শাহরুখ খানকে চড় মারার অস্বস্তিকর মুহূর্ত ভুলতে পারেন না প্রিয়া গিল


Sharukh-Priya

বলিউডের শুটিং ফ্লোরে নানা ঘটনাই ঘটে, যা অনেক সময় অভিনেতা-অভিনেত্রীর জীবনে থেকে যায় অমলিন স্মৃতি হয়ে। তবে ‘জোশ’ ছবির শুটিংয়ের সময় ঘটে যাওয়া এক ঘটনা আজও অভিনেত্রী প্রিয়া গিলের কাছে সবচেয়ে অপ্রত্যাশিত এবং অস্বস্তিকর অভিজ্ঞতা। কারণ, সেই দৃশ্যে তাঁকে চড় মারতে হয়েছিল স্বয়ং কিং খান—শাহরুখ খানকে!

ঘটনাটি ২০০০ সালের জনপ্রিয় সিনেমা জোশ-এর শুটিং চলাকালে। গানের একটি দৃশ্যে প্রিয়ার চরিত্রের প্রয়োজনেই শাহরুখকে চড় মারার কথা ছিল। কিন্তু সেই শট নেওয়ার সময় যা ঘটেছিল, তা আজও ভুলতে পারেন না প্রিয়া।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “আমি তো ওর ভীষণ অনুরাগী ছিলাম, টেলিভিশনের সময় থেকেই শাহরুখকে ভালোবাসতাম। তাই শুটিংয়ের সময় যখন শুনলাম আমাকে ওকে চড় মারতে হবে, তখন ভেতরে ভেতরে কেমন যেন লাগছিল।”

তিনি আরও জানান, পরিচালক মনসুর খান বারবার বলছিলেন, “আরো জোরে মারো!” শাহরুখ নিজেও উৎসাহ দিয়ে বলেন, “মারো, ভয় পেয়ো না।” অবশেষে প্রিয়া দ্বিধা কাটিয়ে জোরে একটি চড় মারেন শাহরুখকে।

এরপর মুহূর্তেই শুটিং সেট নিস্তব্ধ হয়ে যায়। কেউ ‘কাট’ বলছে না, ক্যামেরা ঘুরে চলেছে, আর প্রিয়া হতবাক। “সবাই চুপ। আমি একদম স্থির হয়ে গিয়েছিলাম,” বলেন তিনি। পরে ক্যামেরাম্যান এসে মজা করে বলেন, “এখন মেয়েরা তোমাকে ঘৃণা করবে, তুমি কিন্তু শাহরুখকে চড় মেরেছ!”

তবে শাহরুখের প্রতিক্রিয়া ছিল একেবারেই বিপরীত। প্রিয়ার ভাষায়, “তিনি একটুও রেগে যাননি। বরং হাসি মুখে বললেন, ‘ভালো করেছো, শটটা একদম ঠিকঠাক হয়েছে।’ এমন একজন সুপারস্টার হয়েও এতটা নম্র হওয়া সত্যিই বিরল।”

বহু বছর কেটে গেছে, কিন্তু আজও সেই দৃশ্যের কথা মনে পড়লে প্রিয়া গিলের মুখে ফুটে ওঠে মৃদু হাসি। তাঁর মতে, “এটাই ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে অস্বস্তিকর, অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। শাহরুখ খানের সঙ্গে এমন এক দৃশ্যে অভিনয় করা—যা লজ্জারও, আবার গর্বেরও।”