রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ৭ অক্টোবর ২০২৫, ১১:০১ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রে ১৭ বছরে পাইলট হলেন বাংলাদেশি কিশোর


maheer

লস অ্যাঞ্জেলেস হোয়াইটম্যান বিমানবন্দরে পরিবারের সদস্যদের সাথে কিশোর পাইলট আহনাফ আবিদ মাহির।

যুক্তরাষ্ট্রে ১৭ বছর বয়সী আহনাফ আবিদ মাহির প্রথম বাংলাদেশি হিসেবে প্রাইভেট পাইলট সার্টিফিকেট অর্জন করেছেন। স্থানীয় সময় রোববার (৫ অক্টোবর) লস অ্যাঞ্জেলেসে দীর্ঘ প্রশিক্ষণ ও চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একক পাইলট হিসেবে এক ইঞ্জিন বিশিষ্ট বিমান চালানোর অনুমতি পেয়েছেন মাহির।

মাহিরের বাবা-মা ১৬ বছর বয়সে তাকে ফ্লাইং ট্রেনিং সেন্টারে ভর্তি করেন। এক বছরের কঠোর প্রশিক্ষণের পর মাহির চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হন। মাহিরের লক্ষ্য ধাপে ধাপে দক্ষ পাইলট হয়ে বাণিজ্যিক বিমান চালানো এবং বিশ্বের নামিদামী এয়ারলাইন্সে কাজ করা।

মাহির বলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা পাইলট হতে আমাকে সহযোগিতা করেছেন। বিশেষ করে আমার বাবা-মা অনেক পরিশ্রম করেছেন।

মাহির বাবা বলেন, আমার ছোটবেলায় স্বপ্ন ছিল পাইলট হওয়ার। কিন্তু আমি সেটা পারিনি। আমি যেটা পারিনি সেটা আমার ছেলে মাহির ১৭ বছর বয়সেই সেটা অর্জন করল। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদার করি।’

মাহির ফ্লাইট ইনস্ট্রাক্টর ইলিয়াস খান বলেন, মাহিরের মধ্যে যে দক্ষতা তৈরি হয়েছে সেটা অসাধারণ। ও এটাকে পৃথিবীর সব জায়গায় প্রমাণ করতে পারবে।