রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৮ অক্টোবর ২০২৫, ৯:৩৬ অপরাহ্ন
শেয়ার

কন্নড় সিনেমা থেকে নিষেধাজ্ঞা বিতর্কে মুখ খুললেন রাশমিকা


Rashmika

দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা অবশেষে মুখ খুললেন কন্নড় চলচ্চিত্রে নিষিদ্ধ হওয়ার গুঞ্জন নিয়ে। সাম্প্রতিক সময়ে তিনি কন্নড় ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকায় এমন জল্পনা তৈরি হয়েছিল যে, তাঁকে নাকি বয়কট করা হয়েছে। এবার নিজেই সেই গুঞ্জনের জবাব দিলেন ‘পুষ্পা ২’-এর এই নায়িকা।

সম্প্রতি ‘গুড নিউজ কন্নড়’কে দেওয়া এক সাক্ষাৎকারে রাশমিকাকে প্রশ্ন করা হয়, তিনি কি রিষভ শেট্টির জনপ্রিয় ছবি কান্তারা: চ্যাপ্টার ১ দেখেছেন? উত্তরে রাশমিকা জানান, “ছবিটি মুক্তির প্রথম কয়েক দিনে আমি দেখতে পারিনি। তবে সম্প্রতি দেখেছি এবং ছবির টিমকেও মেসেজ করে জানিয়েছি। তারাও আমাকে ‘ধন্যবাদ’ জানিয়েছে।”

তিনি আরও বলেন, “সবকিছুই জনসমক্ষে আনতে হয় না। বাইরের মানুষ জানেন না ভেতরে কী ঘটছে। আমরা তো ব্যক্তিগত জীবনে ক্যামেরা নিয়ে চলি না। আবার সবাই যেমন সোশ্যাল মিডিয়ায় বার্তা শেয়ার করে, তেমনটাও আমরা করি না। তাই কে কী বলছে, তাতে তেমন কিছু যায় আসে না। তবে পেশাগত বিষয়ে যদি কেউ মন্তব্য করে, সেটি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিত।”

রাশমিকার কাছে জানতে চাওয়া হয়, তাঁকে কি সত্যিই কন্নড় সিনেমা থেকে নিষিদ্ধ করা হয়েছে? উত্তরে তিনি বলেন, “এ পর্যন্ত আমাকে নিষিদ্ধ করা হয়নি। তাই, না- এই মুহূর্তে এমন কিছু নেই।”

তিনি আরও যোগ করেন, “মানুষের মতামতের ওপর ভিত্তি করে কেউ বাঁচতে পারে না। অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে জীবন পরিচালনা করা সম্ভব নয়। অনেক সময় ভুল বোঝাবুঝি বা অসম্পূর্ণ তথ্য থেকেই সমালোচনা জন্ম নেয়।”

অভিনয় জীবনের বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে রাশমিকা জানান, তিনি এখন একাধিক বড় প্রজেক্টে কাজ করছেন। আসছে ২১ অক্টোবর মুক্তি পাচ্ছে তাঁর নতুন হরর- কমেডি ছবি ‘থাম্মা’। এছাড়া ৭ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে রাশমিকার তেলুগু রোমান্টিক কমেডি ‘দ্যা গার্লফেন্ড’।