
ফিলিস্তিনি বন্দিদের বহনকারী ৩৮টি বাসের মধ্যে প্রথম বাসটি পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে। ইসরায়েলের জীবিত জিম্মিদের মুক্তি দেওয়ার পর এর এবার ইসরায়েলি বাহিনীর হাতে বন্দি ১৯৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
হামাস বন্দিদের মিডিয়া অফিসের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। মুক্তিপ্রাপ্ত বন্দিদের বহনকারী আরও কিছু বাস গাজার দিকে যাত্রা করেছে বলে জানিয়েছে আল-জাজিরা। বিবিসি বলছে, ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাসগুলো অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমটির তথ্যানুসারে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা থেকে প্রায় ১,৭০০ বন্দি এবং ২৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হচ্ছে।
এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের হাত থেকে মুক্তির পর আরও ১৩ জন জীবিত ইসরাইলি জিম্মি সীমান্ত পেরিয়ে ইসরাইলে প্রবেশ করেছে।
এর আগে স্থানীয় সময় সকাল ৮টায় প্রথম ধাপে ৭ জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। তারাও ইসরাইলে পৌঁছেছেন।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুসারে, সোমবার (১৩ অক্টোরব) দুপুরের মধ্যে ৪৮ জন জিম্মিকে মুক্তি দেয়ার কথা রয়েছে হামাসের – যাদের মধ্যে ২০ জন জীবিত এবং ২৮ জন মৃত বলে ধারণা করা হচ্ছে।
যদিও হামাস বলেছে, তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সব ‘মৃত জিম্মিদের’ খুঁজে বের করতে সক্ষম হবে না এবং ইসরাইল এটি সম্পর্কে অবগত।




























