রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৩ অক্টোবর ২০২৫, ৪:০৩ অপরাহ্ন
শেয়ার

ফিলিস্তিনি বন্দিদের মুক্তি প্রক্রিয়া শুরু, ইসরায়েলে ট্রাম্প


Trump

গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে গাজা উপত্যকায় আটক থাকা জীবিত ২০ ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে হামাস।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই ইসরায়েলে পৌঁছেছেন। তিনি সেখানে ইসরায়েলি পার্লামেন্ট কনেসেটে ভাষণ দেবেন এবং পরে মিশরে গিয়ে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে সহ-সভাপতি হিসেবে অংশ নেবেন। মিশরের প্রেসিডেন্সি জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওই সম্মেলনে অংশ নেবেন।

এদিকে, যুদ্ধবিরতির পর উত্তর গাজায় ফিলিস্তিনিরা ধীরে ধীরে তাদের ধ্বংসস্তূপে পরিণত ঘরে ফিরতে শুরু করেছে। পাশাপাশি গাজায় সীমিত পরিসরে মানবিক সহায়তা প্রবেশ করছে, যা স্থানীয়দের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গাজা হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৭ হাজার ৮০৬ জন নিহত এবং এক লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে এক হাজার ১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।