রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৩ অক্টোবর ২০২৫, ৪:৪২ অপরাহ্ন
শেয়ার

‘উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধি’ ব্যাখ্যার জন্য অর্থনীতির নোবেল পেলেন তিন অর্থনীতিবদ


nobel Economics

জোয়েল মোকিয়র, ফিলিপ আগিওন ও পিটার হাউইট

২০২৫ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন জোয়েল মোকিয়র, ফিলিপ আগিওন ও পিটার হাউইট। তারা “উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাখ্যা” দেওয়ার জন্য এ মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়েছেন বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

একাডেমি জানায়, নোবেলজয়ীরা আমাদের শিখিয়েছেন যে টেকসই প্রবৃদ্ধি কখনোই স্বয়ংক্রিয়ভাবে ঘটে না। মানব ইতিহাসের বেশিরভাগ সময় অর্থনৈতিক স্থবিরতাই ছিল স্বাভাবিক। তাদের গবেষণা দেখিয়েছে, অব্যাহত প্রবৃদ্ধির পথে যেসব হুমকি আছে, তা মোকাবিলা করতে আমাদের সতর্ক থাকতে হবে।

জোয়েল মোকিয়র যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ফিলিপ আগিওন ফ্রান্সের কলেজ দ্য ফ্রান্স এবং ইনসিয়াড ইনস্টিটিউটে, পাশাপাশি যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিকাল সায়েন্স-এর অধ্যাপক। পিটার হাউইট যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

পুরস্কারের অর্ধেক অর্থ পাচ্ছেন মোকিয়র, আর বাকি অর্ধেক ভাগাভাগি করেছেন আগিওন ও হাউইট।

নোবেল কমিটির সদস্য জন হাসলার বলেন, জোয়েল মোকিয়র ঐতিহাসিক বিশ্লেষণের মাধ্যমে দেখিয়েছেন, কীভাবে প্রযুক্তিগত উদ্ভাবন নির্ভর প্রবৃদ্ধি টেকসই হতে পারে।

তিনি আরও বলেন, ফিলিপ আগিওন ও পিটার হাউইট ‘সৃজনশীল ধ্বংসের’ একটি গাণিতিক মডেল তৈরি করেছেন—যেখানে নতুন ও উন্নত পণ্য ক্রমাগত পুরোনোকে প্রতিস্থাপন করে।

সুইডিশ বিজ্ঞানী ও ব্যবসায়ী আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী ১৯০১ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে, যদিও প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছু বছর বিরতি ছিল।

অর্থনীতিতে নোবেল পুরস্কারটি তুলনামূলকভাবে পরে, ১৯৬৯ সালে চালু হয়।