সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ২৮ সেপ্টেম্বর ২০১৪, ১১:১৯ অপরাহ্ন
শেয়ার

অক্টোবরে আসছে গ্যালাক্সি আলফা ফোর জি


samsung_galaxy_alphaগ্যালাক্সি সিরিজে নতুন মোবাইল ফোন গ্যালাক্সি আলফা ফোর জি বাজারে আনছে স্যামসাং।

অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই এই স্মার্টফোন কিনতে পারবেন গ্রাহকরা। যার মূল্য ধরা হয়েছে ৩৯ হাজার ৯৯০ টাকা।

৬.৭ মিলিমিটার চওড়া গ্যালাক্সি সিরিজের স্লিমেস্ট অবতার। ওজন ১১৫ গ্রাম। ৪.৭ ইঞ্চি ডিসপ্লে ও ১২ মেগাপিক্সেল ক্যামেরার সুবিধা থাকছে এই ফোনে। অক্টা কোর প্রসেসরসহ এই ফোনে থাকছে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, প্রাইভেট মোড ও হার্ট রেট মনিটর।

স্যামসং-এর পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগিরই স্বল্পমূল্যে ফোর জি ক্ষমতাসম্পন্ন স্মার্টফোনও বাজারে আনবে তারা। ৪০ হাজার টাকার মধ্যেই ফোনগুলোর দাম ঘোরাফেরা করবে।

ইএস/এএ

নিউজ পাওয়া যায়নি