রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ১৪ অক্টোবর ২০২৫, ৭:২৪ অপরাহ্ন
শেয়ার

প্রথমবারের মতো ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ল জাপান


japan-brasil

ছবি: সংগৃহীত

ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে জাপান। টোকিওর আজিনোমোতো স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো জয় তুলে নিয়েছে এশিয়ার পরাশক্তি জাপান। এই ঐতিহাসিক জয়ে ফুটবলবিশ্বে গর্বের এক নতুন দিগন্ত উন্মোচন করল তারা।

এই জয় পেতে জাপানকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ৩৬ বছর। ১৯৮৯ সালে ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ গোলে হারের পর থেকে এখন পর্যন্ত মোট ১৪টি ম্যাচ খেলেছিল তারা, কিন্তু জয় পায়নি একবারও। সবশেষে এসে তাকুমি মিনামিনো ও আয়াসে উয়েদাদের দুর্দান্ত পারফরম্যান্সে সেই ইতিহাস বদলে গেল।

ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি ব্রাজিলের দখলে। প্রথমার্ধে বল দখল ও আক্রমণ দুটোতেই আধিপত্য বিস্তার করে সেলেসাওরা। ২৬ মিনিটে পাওলো এনরিকের গোলে এগিয়ে যায় দলটি। এরপর ৩২ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেলির দুর্দান্ত শটে লিড দ্বিগুণ করে ব্রাজিল। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে অনেকেই ভেবেছিল, জাপানের জন্য হয়তো আর ফেরার কোনো পথ নেই।

কিন্তু বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক জাপান ব্রাজিলের রক্ষণের ওপর চাপ বাড়াতে থাকে। ৫২ মিনিটে ব্রাজিলের ডিফেন্ডার ফেবরিচিও ব্রুনোর ভয়াবহ ভুলে বল কাড়েন তাকুমি মিনামিনো, গোলরক্ষককে একা পেয়ে জালে বল পাঠাতে ভুল করেননি তিনি। স্কোরলাইন দাঁড়ায় ২-১।

এরপর ৬২ মিনিটে কেইতো নাকামুরার শট ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন ব্রুনো—আত্মঘাতী গোলে সমতায় ফেরে জাপান। তখন থেকেই ম্যাচের গতি পাল্টে যায় পুরোপুরি।

৭১ মিনিটে কর্নার থেকে আসা বলে দুর্দান্ত হেডে গোল করেন আয়াসে উয়েদা। সেই গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় জাপান। ব্রাজিল চেষ্টা করেছিল ফিরে আসতে, এমনকি ৬৭ মিনিটে ম্যাথুস কুনহার এক গোল অফসাইডের কারণে বাতিলও হয়।

শেষ পর্যন্ত ৩-২ গোলের এই ঐতিহাসিক জয় নিয়েই মাঠ ছাড়ে জাপান। ম্যাচ শেষে স্টেডিয়ামজুড়ে শুরু হয় উল্লাস—কারণ ৩৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিলকে হারিয়ে ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখে দিয়েছে জাপান ফুটবল দল।

এই জয় শুধু একটি ম্যাচ জেতা নয়, বরং এশিয়ান ফুটবলের সম্ভাবনা ও আত্মবিশ্বাসের নতুন দিগন্তও খুলে দিয়েছে।