রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১৪ অক্টোবর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
শেয়ার

ফের বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ১৬ হাজার টাকা


gold

ফাইল ছবি

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৬১৩ টাকা, ফলে এখন এক ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এই নতুন দাম ঘোষণা করেছে। নতুন দর আগামীকাল (১৫ অক্টোবর) থেকেই কার্যকর হবে।

এর আগে সোমবারও সোনার দাম বেড়েছিল। ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন এই সমন্বয়ে আগের রেকর্ডও ভেঙে গেল।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৪৯৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১৪৬ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৭৭ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৮৩১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার সঙ্গে স্থানীয় বাজারে তেজাবি সোনার দামও বাড়ার কারণে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।