
বিশ্ববিখ্যাত পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রীর জাস্টিন ট্রুডো সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন ছড়িয়েছে। জনপ্রিয় ম্যাগাজিন পিপল-এর প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে প্রথম ডেটের পর থেকেই ট্রুডো নাকি পেরির প্রতি গভীর আগ্রহ দেখিয়ে আসছেন। তাঁদের সম্পর্কও দিন দিন উষ্ণ হয়ে উঠছে।
মন্ট্রিয়লে প্রথম দেখা, এখন প্রেমের সমীকরণ
গত জুলাই মাসে মন্ট্রিয়লে একসঙ্গে ডিনারে যেতে দেখা যায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডোকে। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। সেপ্টেম্বরের শেষ দিকে সান্তা বারবারার উপকূলে একটি ইয়টে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়- এমন ছবিও প্রকাশ করেছে বিদেশি সংবাদমাধ্যমগুলো।
পিপল–কে এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “কেটি ও জাস্টিনের মধ্যে এক ধরনের সহজ ও স্বতঃস্ফূর্ত সম্পর্ক তৈরি হয়েছে। প্রথমবার একসঙ্গে সময় কাটানোর সময় কেটি সম্পর্ক নিয়ে ভাবেননি। কিন্তু তারা যোগাযোগ বজায় রাখেন, কারণ তাদের আগ্রহ, চিন্তাভাবনা ও আলোচনা করার বিষয় প্রায় এক।”
সূত্র আরও জানায়, ৫৩ বছর বয়সী ট্রুডো এরপর থেকে নিয়মিত কেটির সঙ্গে দেখা করার চেষ্টা করছেন। “তিনি এমনকি কেটির ট্যুরের বিরতিতে ক্যালিফোর্নিয়া পর্যন্ত উড়ে গিয়েছেন দেখা করতে,” বলেন ওই ব্যক্তি। “তাদের সম্পর্ক খুবই প্রাকৃতিকভাবে গড়ে উঠছে। কেটি তাঁকে আকর্ষণীয় মনে করেন, আর ট্রুডো তাঁর প্রতি ভীষণ শ্রদ্ধাশীল।”
সম্পর্কের প্রেক্ষাপট
৪০ বছর বয়সী কেটি পেরি এ বছরের জুনে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে দীর্ঘ নয় বছরের সম্পর্কের অবসান ঘটান। তাঁদের একটি কন্যাসন্তান- ডেইজি ডাভ (৫)। জুলাইয়ে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা জানান, ভবিষ্যতে তারা কন্যার সহ-অভিভাবকত্বের দায়িত্বই প্রধান অগ্রাধিকার হিসেবে দেখবেন।
অন্যদিকে জাস্টিন ট্রুডো ২০২৩ সালে স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো থেকে আলাদা হন। তাঁদের তিন সন্তান- জেভিয়ার (১৭), এলা-গ্রেস (১৬) ও হ্যাড্রিয়েন (১১)।
‘তাৎক্ষণিক সংযোগ’ থেকে ঘনিষ্ঠতায়
মন্ট্রিয়লে তাদের প্রথম কয়েকটি দেখা- সাক্ষাতের সময়ই ঘনিষ্ঠ সূত্র পিপল–কে জানিয়েছিল, “তাদের মধ্যে তাৎক্ষণিক সংযোগ তৈরি হয়েছে। যদিও তারা দুজনই ব্যস্ত মানুষ- কেটি পৃথিবীজুড়ে সফরে আর ট্রুডো এখন নিজের নতুন জীবন গুছিয়ে নিচ্ছেন। কিন্তু তাদের মধ্যে আকর্ষণ অস্বীকার করা যায় না। দুজনেই আদর্শবাদী, বিশ্বাস করেন তাঁরা পৃথিবীতে পরিবর্তন আনতে পারেন।”
মন্তব্য থেকে বিরত দুজনই
কেটি পেরি বা জাস্টিন ট্রুডো- দুজনের কেউই এখনও সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তাদের প্রতিনিধিরাও পিপল-এর মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।
বর্তমানে কেটি তাঁর লাইফটাইমস ট্যুর ২০২৫ নিয়ে ইউরোপে ব্যস্ত, যা চলবে ডিসেম্বর পর্যন্ত। অন্যদিকে, ট্রুডো জনজীবন থেকে কিছুটা দূরে গিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন।
প্রেম নাকি বন্ধুত্ব?
যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সূত্র বলছে- “তারা একে অপরের সঙ্গ উপভোগ করছেন। সম্পর্ক কোথায় গড়াবে, সেটা সময়ই বলে দেবে।”


























