রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৫ অক্টোবর ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন
শেয়ার

১৩৮তম ক্যান্টন ফেয়ার শুরু


Canton fare

চীনের কুয়াংতোং প্রদেশে শুরু হয়েছে ১৩৮তম ক্যান্টন ফেয়ার। বিশ্বের অন্যতম বড় বাণিজ্যের এ মেলাটি চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার নামেও পরিচয়।এবার রেকর্ড সৃষ্টি করেছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান।

তিনটি ধাপে অনুষ্ঠিত মেলার প্রথম ধাপ ১৫ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে, যেখানে উন্নত উৎপাদন প্রযুক্তি, ইলেকট্রনিক যন্ত্রপাতি ও শিল্প সরঞ্জাম প্রদর্শিত হবে।

বুধবার সকাল থেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ক্রেতারা নতুন পণ্য দেখতে, ব্যবসায়িক আলোচনায় অংশ নিতে এবং বাজারের গতিপ্রকৃতি বোঝার জন্য ভেন্যুতে ভিড় করেন।

আয়োজক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এবারের মেলায় ২১৮টি দেশ ও অঞ্চলের প্রায় ২ লাখ ৪৭ হাজার ক্রেতা প্রাক-নিবন্ধন করেছেন, যা আগের আসরের তুলনায় ১০ শতাংশ বেশি। বিশেষভাবে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগভুক্ত দেশগুলোর ক্রেতাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এই আসরে ৩২ হাজার কোম্পানি প্রায় ৭৪,৬০০ বুথে তাদের পণ্য প্রদর্শন করছে। এর মধ্যে প্রায় ৩,৬০০ প্রতিষ্ঠান প্রথমবারের মতো ক্যান্টন ফেয়ারে অংশ নিচ্ছে। অংশগ্রহণকারীদের মধ্যে ১০ হাজারেরও বেশি হাই-টেক কোম্পানি ও বিশেষায়িত ক্ষুদ্র-মাঝারি প্রতিষ্ঠান, যারা উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে অনন্য পণ্য তৈরি করছে।

এবারের মেলায় বিশেষভাবে একটি রোবট জোন তৈরি করা হয়েছে, যেখানে অত্যাধুনিক সার্ভিস রোবট ও রোবট কুকুর প্রদর্শিত হচ্ছে। এছাড়াও প্রথমবারের মতো স্মার্ট হেলথকেয়ার জোন চালু হয়েছে, যেখানে চীনের উন্নত চিকিৎসা প্রযুক্তি ও পণ্য তুলে ধরা হচ্ছে।

এই ক্যান্টন ফেয়ারকে ঘিরে চীনসহ বিশ্বব্যাপী ব্যবসায়ীদের মধ্যে বিপুল উৎসাহ ও আগ্রহ দেখা গেছে।