রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২১ অক্টোবর ২০২৫, ৬:৩৫ অপরাহ্ন
শেয়ার

কারাভোগ শুরু করলেন সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজি


Sarkozy

লিবিয়া থেকে অবৈধ অর্থ নেওয়ার অভিযোগে দণ্ডপ্রাপ্ত ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি আজ থেকে পাঁচ বছরের কারাদণ্ড ভোগ শুরু করেছেন। সাজা কার্যকরের জন্য তিনি ইতিমধ্যে প্যারিসের লা সাঁতে কারাগারে পৌঁছেছেন।

অভিযোগ অনুযায়ী, ২০০৭ সালের নির্বাচনী প্রচারের সময় লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে লাখ লাখ ইউরো নগদ সহায়তা নিয়েছিলেন সারকোজি। পরে গাদ্দাফি আরব বসন্তের সময় ক্ষমতাচ্যুত ও নিহত হন।

তদন্তে দেখা যায়, সারকোজি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে যোগসাজশ করে ওই অর্থ সংগ্রহের ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন। তবে ব্যক্তিগতভাবে অর্থ গ্রহণ বা ব্যবহারের প্রমাণ না মেলায় তিনি সেই অভিযোগ থেকে খালাস পান।

সব অভিযোগ বরাবরই রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করে এসেছেন সারকোজি। কারাগারে যাওয়ার আগে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি কারাগারকে ভয় পাই না। কারাগারের দরজায় দাঁড়িয়েও আমি মাথা উঁচু রাখব।’

লা সাঁতে কারাগারে সারকোজিকে রাখা হবে একক সেলে, যেখানে নিরাপত্তার স্বার্থে কয়েদিদের একা রাখা হয়। কারাব্যবস্থার প্রধান সেবাস্তিয়ান কওলে জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্টকে একাকী রাখা হবে; দিনে দুবার তিনি একা ব্যায়ামের সুযোগ পাবেন।

তার আইনজীবী জাঁ-মিশেল ডারোইস জানিয়েছেন, সারকোজি কয়েকটি ব্যাগে পুলওভার ও ইয়ারপ্লাগ সঙ্গে নিয়েছেন—ঠান্ডা ও শব্দ থেকে বাঁচতেই এ প্রস্তুতি। এছাড়া তিনি তিনটি বই নিয়েছেন, যার একটি আলেকজান্ডার ডুমার ‘দ্য কাউন্ট অব মন্টে ক্রিস্টো’—অন্যায়ভাবে কারাবন্দী এক ব্যক্তির প্রতিশোধের কাহিনি।

সারকোজিকে কারাগারে পাঠানোর সিদ্ধান্তে কট্টর ডানপন্থী মহলে ক্ষোভ দেখা দিলেও, বিএফএম টিভির জরিপে ৫৮ শতাংশ ফরাসি নাগরিক রায়টিকে ন্যায্য বলে মনে করেন। আরও ৬১ শতাংশ উত্তরদাতা আপিলের আগেই তাঁকে কারাগারে পাঠানোর সিদ্ধান্তকে সমর্থন করেছেন।

বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জানিয়েছেন, কারাবন্দি হওয়ার আগে তিনি সারকোজির সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিচারমন্ত্রী জেরাল্ড দারমানিনও জানিয়েছেন, তিনি সাবেক প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যাবেন।

২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্স পরিচালনা করা সারকোজি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম ফরাসি সাবেক প্রেসিডেন্ট, যিনি কারাদণ্ড ভোগ করছেন।