রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ২১ অক্টোবর ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন
শেয়ার

কোরিয়ান উদ্যোক্তাদের প্রতি বাংলাদেশে বিনিয়োগে বিডা’র আহ্বান


BIDA

বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে দক্ষিণ কোরিয়ার উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

আজ সিউলের পুলম্যান অ্যাম্বাসেডর ইস্টপোল হোটেলে অনুষ্ঠিত ‘গেটওয়ে টু গ্রোথ: ইনভেস্ট ইন বাংলাদেশ’ শীর্ষক বিনিয়োগ সেমিনারে এ আহ্বান জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা আইএফসি, বাংলাদেশ দূতাবাস এবং ফেডারেশন অব কোরিয়ান ইন্ডাস্ট্রিজ (এফকেআই) যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে। এতে অংশ নেন ১৫০ জনের বেশি কোরিয়ান উদ্যোক্তা ও শিল্পনেতা।

আশিক চৌধুরী বলেন, “বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের জন্য সবচেয়ে উপযুক্ত গন্তব্য। সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে সংস্কার বাস্তবায়ন করছে। কোরিয়ান বিনিয়োগকারীদের আমরা বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানাই।”

বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি টেক্সটাইল, ইলেকট্রনিকস, অটোমোবাইল ও নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার খাত হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, “দক্ষ জনশক্তি, অবকাঠামো উন্নয়ন ও স্থিতিশীল অর্থনীতি—সব মিলিয়ে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময়তম বাজার।”

দীর্ঘদিন ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী ইয়ংওয়ান করপোরেশনের প্রেসিডেন্ট মিন-সুক লি জানান, প্রতিষ্ঠানটি গত চার দশকে ৬০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে এবং ৩০ হাজারেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শতিল বলেন, “বিডার সংস্কারমূলক পদক্ষেপের ফলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় নতুন বিনিয়োগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।”

এফকেআই’র ভাইস চেয়ারম্যান চ্যাং-বিওম কিম আশা প্রকাশ করেন, আসন্ন বাংলাদেশ-কোরিয়া কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ) দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও গভীর করবে।

বিডার নেতৃত্বাধীন পাঁচ দিনের এই সফরে বেজা, এনবিআর ও ব্যাংক খাতের কর্মকর্তারা অংশ নিচ্ছেন। প্রতিনিধি দলটি কোরিয়ার সংসদ সদস্য, সংবাদমাধ্যম ও শিল্পপ্রতিষ্ঠানের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করবে।