রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ২২ অক্টোবর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
শেয়ার

সিনেমা থেকে বাদ দেওয়া হলো ফেরদৌসকে


Ferdous

ফাইল ছবি

আরিফুর জামান আরিফের পরিচালনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৮ সালে। সাত বছর নানা বাধা ও অনিশ্চয়তার পর অবশেষে আবারও নতুন উদ্যোগে শুটিং শুরু হতে যাচ্ছে। তবে এবার আর থাকছেন না চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

সিনেমাটির গল্পে জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের পাশাপাশি তাঁর সৃষ্ট চরিত্রগুলোর উপস্থিতিও থাকছে। শুরুতে দেবদাস চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ, আর পার্বতীর চরিত্রে ছিলেন সাদিকা পারভীন পপি। দুজনেই মাত্র দুদিনের শুটিংয়ে অংশ নেন, এরপর নানা জটিলতায় কাজ বন্ধ হয়ে যায়।

পরে ফেরদৌস রাজনীতিতে যুক্ত হন এবং অভিনয় থেকে দূরে চলে যান। এদিকে পপির সঙ্গেও দীর্ঘদিন যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে নির্মাতা আরিফুর জামান আরিফ নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, “ফেরদৌস ভাই অনেক দিন ধরে সিনেমায় কাজ করছেন না। শুটিংয়ের জন্য তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, কিন্তু যোগাযোগ সম্ভব হয়নি। তাই নতুন শিল্পী নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পপির সঙ্গে দেরিতে হলেও যোগাযোগ হয়েছে, তাঁকে রাখার চেষ্টা চলছে। তবে ফেরদৌসকে ছাড়া নতুন করে কাজ গুছিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।”

নির্মাতা আরও জানান, বছরের শেষ দিকে নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে সিনেমাটির বাকি শুটিং শুরু হবে। তাঁর ভাষায়, “অনেক আশা নিয়ে কাজটি শুরু করেছিলাম, কিন্তু নানা কারণে শেষ করা সম্ভব হয়নি। এবার নতুনভাবে সিনেমাটি শেষ করার ইচ্ছা আছে।”