রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২২ অক্টোবর ২০২৫, ৪:৩১ অপরাহ্ন
শেয়ার

বিয়ে ও নবাগত সন্তানের খবর একসঙ্গে দিলেন জেমস


James

জনপ্রিয় গায়ক মাহফুজ আনাম জেমস বাবা হয়েছেন। গত বছর তিনি বিয়ে করেন বাংলাদেশী বংশোদ্ভুত নামিয়া আমিন কে। সে খবরও জানা গেলো একসঙ্গে। নবাগত সন্তানের নাম জিবরান আনাম।

নামিয়া আমিনের জন্ম যুক্তরাষ্ট্রে এবং সেখানকার জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক করেছেন।

জেমস ও নামিয়ার পরিচয় হয়েছিল ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস-এ এক অনুষ্ঠানে। পরিচয় থেকেই জন্ম নেয় প্রেম, যা পরবর্তীতে বিবাহে রূপ নেয়। দম্পতির বিয়ে অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ১২ জুন, ঢাকায়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে।

নবজাতক জিবরান ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতাল-এ জন্মগ্রহণ করে। এক মাস পর সন্তানকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন তারা।

জেমস বাবা হওয়ার আনন্দে বলেন, “এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আল্লাহর কাছে কৃতজ্ঞ, যিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া করবেন।”

এটি জেমসের তৃতীয় বিবাহ এবং চতুর্থ সন্তান। ১৯৯১ সালে তিনি প্রথম বিয়ে করেন চলচ্চিত্র অভিনেত্রী রথিকে। সেই সংসারে তাদের দুই সন্তান আছে। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়।

২০০০ সালে জেমস দ্বিতীয় বিয়ে করেন বেনজীর সাজ্জাদকে, তাদের এক কন্যাসন্তান রয়েছে। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়।