রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২২ অক্টোবর ২০২৫, ৫:৩৯ অপরাহ্ন
শেয়ার

সানি লিওনের সঙ্গে কাজ নিয়ে আক্ষেপ করেছিলেন আসরানি


Asrani-Sunny

বলিউডের কিংবদন্তি কৌতুক অভিনেতা আসরানি সোমবার ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘ অভিনয়জীবনে ৩০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘শোল, ‘চুপকে চুপকে’, ‘নেমক হারাম’, ‘হেরা ফেরি’, ‘মালামাল উইকলি’ ও ‘ধমাল’- প্রতিটি ছবিতেই তিনি দর্শকের হাসির খোরাক জুগিয়েছেন।

তবে জীবনের শেষদিকে এক সাক্ষাৎকারে নিজের এক ছবিকে নিয়ে গভীর অনুশোচনা প্রকাশ করেছিলেন এই অভিনেতা। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত প্রাপ্তবয়স্ক কমেডি ছবি ‘মাস্তিজাদে’তে কাজ করার অভিজ্ঞতা স্মরণ করে আসরানি বলেছিলেন, “আমি জানতামই না ছবিটা এমনভাবে তৈরি হবে। এটি ভয়ানক, জঘন্য। এই ছবিতে কাজ করায় আমি লজ্জিত।”

মিলাপ মিলন জাভেরি পরিচালিত ‘মাস্তিজাদে’ ছবিতে সানি লিওন দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। সহ-অভিনেতা হিসেবে ছিলেন তুষার কাপুর ও বীর দাস। ছবিটিতে আরও অভিনয় করেন আসরানি, শাদ রণধাওয়া, সুরেশ মেনন, সুষমিতা মুখার্জি ও বিবেক বসওয়ানি। ৩০ কোটি রুপিতে নির্মিত এই চলচ্চিত্রটি বক্স অফিসে ৩৩ কোটি রুপি আয় করে কেবলমাত্র নিজের খরচ তুলতে সক্ষম হয়।

২০১৬ সালে পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে আসরানি বলেছিলেন, “মেহমুদ সাহেব প্রথমে দ্ব্যর্থবোধক সংলাপের প্রচলন করেছিলেন, কিন্তু তখনও সেটা সীমার মধ্যে ছিল। এখনকার ছবিগুলোয় তা অশ্লীলতায় পরিণত হয়েছে- সবকিছুই পোশাক খুলে ফেলার পর্যায়ে নেমে এসেছে।”

তিনি আরও যোগ করেছিলেন, “আমি কখনোই দ্ব্যর্থবোধক সংলাপ বলিনি। কারণ আমি বিশ্বাস করি, ভারতীয় দর্শক পরিবারকেন্দ্রিক মানুষ। তারা একসময় এসব অশ্লীল কমেডি থেকে মুখ ফিরিয়ে নেবে।”

সূত্র: ডিএনএ ইন্ডিয়া