
বলিউডের সুপারস্টার দম্পতিদীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাদের কন্যা দুয়া পাডুকোন সিং-এর মুখের প্রথম ছবি প্রকাশ করেছেন, যা তাদের ভক্তদের দীপাবলির আনন্দে ভাসিয়ে দিয়েছে।
গত এক বছরে জন্ম নেওয়া দুয়াকে দম্পতি সচেতনভাবে ক্যামেরার আলো থেকে দূরে রেখেছিলেন। তবে এবার দীপিকা-রণবীর তাদের মেয়ের মুখ প্রকাশ করেছেন এবং ছোট্ট দুয়ার মিষ্টি হাসি ও ছোটো আঙুল মুখে নিয়ে থাকা ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ইনস্টাগ্রামে যৌথ পোস্টে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, দীপিকা দুয়াকে আলিঙ্গনে গ্রহণ করেছেন, আর রণবীর সাদা কুর্তা-পাজামায় উজ্জ্বল হাসি দিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন।
সবচেয়ে মধুর বিষয় হলো, দীপিকা ও দুয়া উজ্জ্বল লাল পোশাকে মিলেমিশে ছবি তুলেছেন। দুজনেই উজ্জ্বল লাল পোশাকে একসাথে যেন রাজকীয় ও দারুণ কিউট লুক দিয়েছেন। এক ছবিতে দেখা যায়, দীপাবলি পুজো চলাকালীন দুয়া প্রার্থনা করছে।
সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্ত শেয়ার করে দম্পতি তাদের ভক্তদেরকে উষ্ণ দীপাবলি শুভেচ্ছা জানিয়েছেন।
সূত্র: পিঙ্কভিলা


























