রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৪ অক্টোবর ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
শেয়ার

চতুর্থ মেয়াদেও লড়বেন লুলা


Lula de Silva

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ।। ছবি: এপি

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বৃহস্পতিবার বলেছেন, তিনি ২০২৬ সালের নির্বাচনে চতুর্থ মেয়াদে প্রার্থী হবেন। আগামী সপ্তাহে তিনি ৮০ বছরে পা রাখবেন। খবর এএফপি।

জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে লুলা বলেছেন, ‘আমি ৮০ বছরে পা রাখতে যাচ্ছি। তবে আপনি নিশ্চিত থাকতে পারেন যে, আমার ৩০ বছর বয়সে যেমন শক্তি ছিল, এখনও তেমনি শক্তি আমার আছে। আমি ব্রাজিলের প্রেসিডেন্ট পদে চতুর্থ মেয়াদেও প্রার্থী হব’।

লুলা বর্তমানে ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় সফরে আছেন। লুলা ২০০৩ থেকে ২০১০ সালের মধ্যে দুই মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু দারিদ্র্য থেকে উঠে ল্যাটিন আমেরিকান বামপন্থীদের আইকন হয়ে ওঠা ব্যক্তিটি ২০১৮ সালে দুর্নীতির অভিযোগে কারাদণ্ডের কারণে নাটকীয়ভাবে ক্ষমতাচ্যুত হন।

তবে বিতর্কিত মামলাটি বাতিল করা হয়েছিল এবং ২০২২ সালের নির্বাচনে তিনি সবাইকে তাক লাগিয়ে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন।