
ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে কুর্নুলের চিন্নাটেকুর এলাকায় এ ঘটনা ঘটে।
আল-জাজিরার খবরে জানা যায়, হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে পড়ে। সংঘর্ষের পর মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়। বাসটিতে প্রায় ৪৪ জন যাত্রী ছিলেন।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
পুলিশ জানায়, বেসরকারিভাবে পরিচালিত বাসটি ৪৪ নম্বর জাতীয় মহাসড়ক ধরে দ্রুতগতিতে চলছিল। হঠাৎ মোটরসাইকেলটি বাসের সামনে এসে ধাক্কা খেলে সেটি বাসের নিচে আটকে যায়। কিছু দূর যাওয়ার পরই বাসের সামনের অংশে আগুন ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার সময় বেশির ভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর বাসের দরজা আটকে যাওয়ায় অনেকে বের হতে পারেননি। কিছু যাত্রী জানালা ভেঙে কোনোমতে প্রাণ বাঁচান।
স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন, পরে ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে পৌঁছায়। তবে এরই মধ্যে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়। অনেক লাশ এতটাই দগ্ধ হয়েছে যে পরিচয় নিশ্চিত করাও কঠিন হয়ে পড়েছে।
দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তার সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
ডিআইজি কোয়া প্রবীণ বলেন, “বাসের ভেতরে থাকা দাহ্য পদার্থ দ্রুত আগুন ছড়িয়ে দেয়। জ্বালানি ট্যাঙ্ক অক্ষত থাকলেও গাড়িটিতে পর্যাপ্ত সুরক্ষা ছিল না।”
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নায়ডু এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। দুবাই সফররত অবস্থায় তিনি মুখ্যসচিবসহ শীর্ষ কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ তদারকি করার নির্দেশ দেন এবং আহতদের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “কুর্নুলে বাসে আগুনে প্রাণহানি অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”




























