
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে যাওয়াকে ইতিবাচক অগ্রগতি হিসেবে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপপরিচালক থমাস হেলব্লিং জানিয়েছেন, পেমেন্ট ভারসাম্যের চাপ কমাতে রিজার্ভ বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আইএমএফ–সমর্থিত কর্মসূচির মূল লক্ষ্যগুলোর একটি।
শুক্রবার (২৪ অক্টোবর) হংকংয়ে আয়োজিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “রিজার্ভ বৃদ্ধির লক্ষ্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ এখনো পেমেন্ট ভারসাম্যের চাপ মোকাবিলা করছে। তাই রিজার্ভ সঞ্চয়ে বাংলাদেশ ব্যাংকের এই অগ্রগতি আমরা স্বাগত জানাই।”
তিনি আরও জানান, ৫.৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির পঞ্চম পর্যালোচনার জন্য আইএমএফের একটি প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশ সফরে আসবে। সফরে তারা বাংলাদেশ ব্যাংক ও সরকারের সঙ্গে বিভিন্ন নীতিগত অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করবে।
হেলব্লিং বলেন, “মিশন মাঠপর্যায় কাজ করবে এবং আলোচনা শেষে সামগ্রিক ফলাফল জানা যাবে। একই সঙ্গে রিজার্ভ ব্যবস্থাপনা বাংলাদেশ ব্যাংকের ঘোষিত বিনিময় হার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না- সেটিও পর্যালোচনায় গুরুত্ব পাবে।”
আইএমএফের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৬ অক্টোবর বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৭.৩৫ বিলিয়ন ডলার। গত বছর একই সময়ে এই রিজার্ভ ছিল ১৯.৯৩ বিলিয়ন ডলার, যা তুলনামূলকভাবে উল্লেখযোগ্য বৃদ্ধি।


























