রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৮ অক্টোবর ২০২৫, ৯:৩৩ পূর্বাহ্ন
শেয়ার

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক


৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

তুরস্কে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৪৮ মিনিটে) ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পে দেশটির বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা (আফাদ) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬ কিলোমিটার গভীরে।

কম্পন অনুভূত হয়েছে ইস্তানবুল, বুরসা, মানসিয়া এবং ইজমিরসহ আশপাশের প্রদেশগুলোতেও। স্থানীয় সূত্রে জানা গেছে, সিন্দির্গিতে কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত আগস্টেও একই এলাকায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ভূতাত্ত্বিকভাবে সক্রিয় ফল্টলাইনে অবস্থান করায় তুরস্কে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ২০২৩ সালের ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।