রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৩০ অক্টোবর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
শেয়ার

শাহরুখ খানের ৬০তম জন্মদিনে ‘কিং’-এর প্রথম ঝলক?


Shahrukh-Khan

ব্লকবাস্টার ‘পাঠান’-এর পর পরিচালক সিদ্ধার্থ আনন্দ তার আসন্ন অ্যাকশন থ্রিলার ‘কিং’-এ ফের সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে কাজ করতে প্রস্তুত। ভক্তদের প্রত্যাশা, ২ নভেম্বর শাহরুখ খানের ৬০তম জন্মদিনে এই ছবির প্রথম ঝলক প্রকাশ করা হতে পারে। সম্প্রতি পরিচালক আনন্দ একটি রহস্যময় টুইট করেছেন, যেখানে শুধু একটি শব্দ “Remember” (মনে রাখবেন) লেখা ছিল- যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

এর মাঝেই, ইন্টারনেটে একটি সেন্সর সার্টিফিকেটের ছবি ভাইরাল হয়েছে। এতে ছবির নাম ‘Glimpse No. 1 – King’ (গ্লিম্পস নং ১ – কিং) হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এবং ভিডিওটির সময়কাল ১ মিনিট ১৩ সেকেন্ড উল্লেখ করা হয়। আবেদনকারী ও প্রযোজকের নাম হিসেবে গৌরী খান এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড – মুম্বাই এর নাম রয়েছে। এতে দেখানো হয়েছে যে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ২৮ অক্টোবর সার্টিফিকেটটি অনুমোদন করেছে।

তবে, অনেক ভক্ত দাবি করেছেন যে এই ভাইরাল ছবিটি ভুয়া এবং সিবিএফসি’র অফিসিয়াল ডেটাবেসে এমন কোনো সার্টিফিকেশন নেই। ‘BollyUpdates’ নামের একটি ‘এক্স’ হ্যান্ডেল ছবিটি শেয়ার করে লিখেছে, “শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের ‘কিং’-এর জন্য ভাইরাল হওয়া সেন্সর সার্টিফিকেটটি ভুয়া। এমন কোনো সার্টিফিকেশন নেই। ভক্তদের শুধুমাত্র অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করা উচিত।”

শাহরুখ খান ছাড়াও ‘কিং’ ছবিতে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত, অভয় ভার্মা, রাঘব জুয়াল, অক্ষয় ওবেরয় এবং সৌরভ শুক্লার মতো তারকাদের একটি শক্তিশালী দল রয়েছে। গুঞ্জন রয়েছে যে, অভিষেক বচ্চনকে এই বহু প্রতীক্ষিত ছবিতে প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে।

‘কিং’ ছবিটি শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স পিকচার্সের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে। ছবিটি ২০২৬ সালের শেষের দিকে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে, যার সম্ভাব্য তারিখ ২ অক্টোবর, ২০২৬। তবে, সম্প্রতি পোল্যান্ডে ছবির শুটিং চলাকালীন শাহরুখ খান আঘাত পাওয়ায় নির্মাতারা মুক্তির তারিখ পিছিয়ে দিতে বাধ্য হতে পারেন।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া