রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৩০ অক্টোবর ২০২৫, ৯:৪০ পূর্বাহ্ন
শেয়ার

দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প-জিনপিং বৈঠক শুরু, নতুন সমঝোতার ইঙ্গিত


XI Trump

ফাইল ছবি

দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে বহুল আলোচিত ট্রাম্প-জিনপিং বৈঠক। রুদ্ধদ্বার এই বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন সমঝোতার ইঙ্গিত দিয়েছেন দুই দেশের নেতাই।

বৈঠকের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমি আশা করছি এটি খুব সফল বৈঠক হবে। আমাদের সম্পর্ক সব সময়ই ভালো ছিল।” জবাবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, “ট্রাম্পের সঙ্গে আবার দেখা হওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়।”

২০১৯ সালে জাপানের ওসাকায় জি-২০ সম্মেলনের সময় সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন এই দুই পরাশক্তির নেতা। প্রায় ছয় বছর পর তারা আবারও বসেছেন এমন এক সময়ে, যখন চীন–যুক্তরাষ্ট্র বাণিজ্য উত্তেজনা নতুন করে বাড়ছে।

বৈঠকে বাণিজ্য বিরোধ, প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, চীনের পাল্টা খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্রে চীনা মালিকানাধীন টিকটকের ভবিষ্যৎসহ নানা ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

জিনপিং বলেন, “চীন ও যুক্তরাষ্ট্র বিশ্বের দুই বৃহৎ দেশ হিসেবে একসঙ্গে দায়িত্ব নিতে পারে। আমরা পারস্পরিক কল্যাণে আরও ইতিবাচক কাজ করতে চাই।” তিনি ট্রাম্পের আঞ্চলিক ভূমিকার প্রশংসা করে বলেন, “গাজায় যুদ্ধবিরতি চুক্তি সফল করতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ।”

বৈঠকে দুই পক্ষের সাতজন করে প্রতিনিধি অংশ নিচ্ছেন। ট্রাম্পের সঙ্গে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, এবং চীনে নিযুক্ত রাষ্ট্রদূত ডেভিড পারডিউসহ শীর্ষ কর্মকর্তারা। অন্যদিকে জিনপিংয়ের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, উপ-প্রধানমন্ত্রী হে লিফেং ও বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওসহ চীনা প্রতিনিধিরা।

সূত্র: বিবিসি