রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৩১ অক্টোবর ২০২৫, ১:৩২ অপরাহ্ন
শেয়ার

পণ্য পরিবহন ও আগুন নেভাতে চীনের নতুন ড্রোন


Drone China

দুর্গম এলাকায় পণ্য পরিবহন কিংবা দাবানল মোকাবিলায় কাজ করবে এটি

মানববিহীন আকাশযান প্রযুক্তিতে আরও একটি বড় সাফল্য অর্জন করলো চীন। সম্প্রতি হেইলংচিয়াং প্রদেশের হারবিনে সফলভাবে প্রথম উড্ডয়ন পরীক্ষা সম্পন্ন করলো দেশটির ‘টি১৪০০’ মানববিহীন হেলিকপ্টার।

ট্যান্ডেম রোটর এবং টুইন-ইঞ্জিন নকশার হেলিকপ্টারটি ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিতে সর্বোচ্চ ১ হাজার ৪০০ কেজি নিয়ে সাড়ে ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় উড়তে পারবে। এ ছাড়া আকাশে থাকতে পারবে টানা আট ঘণ্টা।

কৃষিজমিতে নজরদারি, পোকামাকড় নিয়ন্ত্রণে সহায়তা থেকে শুরু করে দুর্গম এলাকায় পণ্য পরিবহন কিংবা দাবানল মোকাবিলায় কাজ করবে এটি।