রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৩১ অক্টোবর ২০২৫, ১:৫২ অপরাহ্ন
শেয়ার

আবারও সমালোচনার মুখে কাশ প্যাটেল

সরকারি বিমানে চড়ে বান্ধবীর পারফরম্যান্স দেখতে গেলেন এফবিআই পরিচালক


Kash Patel

কাশ প্যাটেল

মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল আবারও আলোচনায়। অভিযোগ উঠেছে—সম্প্রতি তিনি সরকারি বিমানে চড়ে ব্যক্তিগত সফরে গিয়েছিলেন নিজের বান্ধবীর পারফরম্যান্স দেখতে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, ২৫ অক্টোবর মার্কিন বিচার বিভাগের নিবন্ধিত একটি সরকারি জেট ভার্জিনিয়ার মানাসাস আঞ্চলিক বিমানবন্দর থেকে উড়ে যায় পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির কাছে স্টেট কলেজ আঞ্চলিক বিমানবন্দরে। সেখানে অল্প সময় অবস্থান করে বিমানটি টেনেসির ন্যাশভিলের উদ্দেশে উড়ে যায়—যেখানে প্যাটেলের বান্ধবী ও গায়িকা অ্যালেক্সিস উইলকিনস বসবাস করেন। যাত্রী তালিকা প্রকাশ না হলেও, ওই যাত্রায় প্যাটেল ছিলেন বলেই ধারণা করা হচ্ছে।

সেদিন ‘রিয়েল আমেরিকান ফ্রিস্টাইল’ নামে এক কুস্তি প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন প্যাটেল ও উইলকিনস। ওই আয়োজনে উইলকিনস গান পরিবেশন করেন এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্যাটেলের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন।

৪৫ বছর বয়সী কাশ প্যাটেল এর আগেও সরকারি বিমানের ব্যক্তিগত ব্যবহারের কারণে সমালোচিত হয়েছেন। কংগ্রেসের কয়েকজন সদস্যের অভিযোগ—তিনি সরকারি সুবিধা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন।

তবে প্যাটেলের যুক্তি, এফবিআই প্রধান হিসেবে তাকে সবসময় নিরাপদ যোগাযোগ ব্যবস্থার আওতায় থাকতে হয়, তাই ব্যক্তিগত সফরেও সরকারি বিমান ব্যবহার বাধ্যতামূলক। এ ক্ষেত্রে বাণিজ্যিক টিকিটের সমমূল্য সরকারি খাতে ফেরত দিতে হয়।

তবুও সাম্প্রতিক মাসগুলোতে তার ঘনঘন ন্যাশভিল সফর ও বিভিন্ন বিনোদন বা ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে। এসব সফরের অনেকগুলোই এফবিআইয়ের সরকারি দায়িত্বের সঙ্গে সম্পর্কিত নয় বলে অভিযোগ রয়েছে।

চলতি বছরের শুরুতে কংগ্রেসের এক শুনানিতে প্যাটেল বলেন, “আমি ইচ্ছা করে সরকারি বিমানে চড়ি না; নিয়মই আমাকে তা করতে বাধ্য করেছে, এমনকি ব্যক্তিগত সফরেও।”

তবে পেনসিলভানিয়া সফরে তিনি কোনো সরকারি কার্যক্রমে অংশ নিয়েছিলেন কি না—তা এখনো নিশ্চিত নয়। জানা গেছে, ওই সফরে তার কোনো অফিসিয়াল বৈঠক বা এফবিআইয়ের দায়িত্বসংক্রান্ত কাজ ছিল না। ‘রিয়েল আমেরিকান ফ্রিস্টাইল’ ইভেন্টটি ছিল প্রয়াত কুস্তিগির হাল্ক হোগানের সহ-প্রতিষ্ঠিত এক বিনোদনমূলক প্রতিযোগিতা।

এর আগে দ্য নিউইয়র্ক টাইমস জানায়, প্যাটেল ন্যাশভিলে তার বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় একাধিকবার সরকারি সফরের সঙ্গে ব্যক্তিগত ভ্রমণ একত্র করেছিলেন—যা নিয়েও সমালোচনা চলছে ওয়াশিংটনে।