রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৩১ অক্টোবর ২০২৫, ২:১১ অপরাহ্ন
শেয়ার

আরও এক সপ্তাহ যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান–আফগানিস্তান


PAK AFGN WAR

দেশ দুটি আবার আগামী ৬ নভেম্বর ইস্তাম্বুলে উচ্চপর্যায়ের এক বৈঠকে মিলিত হবে

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান ও আফগানিস্তান অন্তত আরও এক সপ্তাহের জন্য যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দেশ দুটি আবার আগামী ৬ নভেম্বর ইস্তাম্বুলে উচ্চপর্যায়ের এক বৈঠকে মিলিত হবে, যেখানে যুদ্ধবিরতি কার্যকর রাখার প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। খবর আল জাজিরা।

অক্টোবর মাসের শুরুর দিকে আফগানিস্তানে একাধিক বিস্ফোরণের পর সীমান্ত এলাকায় দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আফগান সরকার বিস্ফোরণের জন্য পাকিস্তানকে দায়ী করেছিল। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করে, তারা পাল্টা অভিযানে দুই শতাধিকের বেশি আফগান যোদ্ধাকে হত্যা করেছে। আফগানিস্তানের পাল্টা দাবি ছিল, তাদের হাতে নিহত হয়েছে পাকিস্তানের ৫৮ জন সেনা।

২০২১ সালে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এটিই দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা।

সংঘর্ষের পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় ১৯ অক্টোবর দোহায় পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রীরা যুদ্ধবিরতি চুক্তিতে সই করেন। এরপর দুই প্রতিবেশী দেশ, যাদের মধ্যে ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, দ্বিতীয় দফা আলোচনার জন্য গেলো শনিবার ইস্তাম্বুলে বসেন। তবে বুধবার সে আলোচনা ভেঙে যায়, কারণ ইসলামাবাদ চেয়েছিল আফগান সরকার তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক—যারা পাকিস্তানের ভেতরে হামলা চালানোর অভিযোগে বহুবার অভিযুক্ত হয়েছে।

কিন্তু আফগান সরকার বারবার বলেছে, তারা টিটিপিকে কোনো আশ্রয় দেয় না।

গতকাল বৃহস্পতিবার আলোচনার পুনরায় আলোচনা শুরু হয়। যেখানে দুই দেশ চলমান যুদ্ধবিরতি আরও এক সপ্তাহ বজায় রাখতে সম্মত হয়।

আফগান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, আলোচনার সমাপ্তিতে দুই পক্ষ ভবিষ্যতে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে একমত হয়েছে।

পাকিস্তান অবশ্য এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।