
ভারতের তেলেঙ্গানা রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেস নেতা ও ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। শুক্রবার (৩১ অক্টোবর) রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা আজহারউদ্দিনকে শপথ পড়ান। তেলেঙ্গানা ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস শাসিত রাজ্য।
আজহারউদ্দিন তেলেঙ্গানা রাজ্য কংগ্রেসের নির্বাহী সভাপতি।
শপথ গ্রহণ অনুষ্ঠানের রাজ্যের মুখ্যমন্ত্রী রেভেন্থ রেড্ডি, মন্ত্রিসভার প্রায় সব সদস্য, আজহারউদ্দিনের ছেলে ও মেয়ে, সংসদ সদস্যসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজহারউদ্দিন ইংরেজিতে আল্লাহর নামে শপথ নেন এবং শেষে বলেন, “জয় তেলেঙ্গানা, জয় হিন্দ।”
আজহারউদ্দিন বর্তমানে তেলেঙ্গানা রাজ্য মন্ত্রিসভার একমাত্র মুসলিম সদস্য। তার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে প্রায় ২৩ মাস পর মুসলিম সম্প্রদায় মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব পেল। কংগ্রেস দল ২০২৩ সালের ৭ ডিসেম্বর রাজ্যটির ক্ষমতায় আসে।




























