রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১ নভেম্বর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
শেয়ার

ছেলেকে বিদেশ পাঠাতে ঋণ, সেই টাকার চাপে মায়ের আত্মহত্যা


Dhaka Medical college

ফাইল ছবি

রাজধানীর ডেমরায় ভাড়া বাসা থেকে আজিমুন্নেসা (৫২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ছেলেকে বিদেশ পাঠানোর জন্য নেওয়া ঋণের চাপে আত্মহত্যা করেছেন তিনি।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে ডেমরার পূর্ব বক্সনগর এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে বিকেলে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মৃত আজিমুন্নেসা ওই এলাকার মো. ফারুক উদ্দিনের বাড়ির তৃতীয় তলায় স্বামী-সন্তানসহ ভাড়া থাকতেন।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আজিমুন্নেসার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মৃত নারীর মেয়ে মিম আক্তার বলেন, মা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। সেই টাকা দিয়ে ভাইকে বিদেশ পাঠান। কিন্তু ঋণের কিস্তি শোধ করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন। বৃহস্পতিবার রাতে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।