রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩ নভেম্বর ২০২৫, ৭:০১ অপরাহ্ন
শেয়ার

বিএনপি ঘোষিত ২৩৭ আসনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা


BNP

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। কোন আসনে কে মনোনয়ন পাচ্ছেন- সে তালিকা আজ প্রকাশ করেছে দলটি। মোট ৩০০ আসনের মধ্যে কয়েকটি আসনে এখনো প্রার্থী ঘোষণা হয়নি এবং জোট শরিকদের জন্য কিছু আসন ছেড়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-০১, বগুড়া-০৭ ও দিনাজপুর-০৩ আসন থেকে নির্বাচন করবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-০৬ আসনে প্রার্থী হবেন।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে আলোচনা হয় বলে জানানো হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ডিসেম্বরের প্রথম দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন।

২৩৭ আসনে ঘোষিত প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা দেখতে এখানে ক্লিক করুন…