রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩ নভেম্বর ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন
শেয়ার

জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি


milton-shafiqur

জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মুখোমুখি হতে যাচ্ছেন বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি ঢাকা-১৫ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের ২৩৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই তালিকায় ঢাকা-১৫ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে শফিকুল ইসলাম খান মিল্টনের নামও ঘোষণা করা হয়।

অন্যদিকে একই আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। ফলে এ আসনে বিএনপি ও জামায়াতের দুই নেতার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

রাজনৈতিক মহলের ধারণা, দীর্ঘদিনের মিত্র সম্পর্ক থাকা সত্ত্বেও আসন্ন নির্বাচনে একই আসনে প্রার্থী দেওয়ার মাধ্যমে দুই দলের সম্পর্কের সমীকরণে নতুন ধারা যুক্ত হতে পারে। স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও এখন বিভক্ত ভোটার সমর্থন টানার কৌশলে মাঠে নেমেছেন।

ঢাকা-১৫ আসন রাজধানীর গুরুত্বপূর্ণ একটি এলাকা, যেখানে ঐতিহ্যগতভাবে বিএনপি ও জামায়াত উভয়েরই শক্তিশালী সংগঠন রয়েছে। ফলে এ আসনে ভোটের মাঠে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের শুরুতেই নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।