রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩ নভেম্বর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
শেয়ার

বিএনপির মনোনয়ন পেলেন তিন প্রবাসী


probashi-candidate

এম এ মালিক, মোহাম্মদ কয়সর আহমেদ ও সওকত হোসেন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে ১৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন তিনজন প্রবাসী নেতা—যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ কয়সর আহমেদ এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী সওকত হোসেন।

আজ সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্রে জানা যায়, সিলেট-৩ আসনে এম এ মালিক, সুনামগঞ্জ-৩ আসনে মোহাম্মদ কয়সর আহমেদ এবং মৌলভীবাজার-২ আসনে সওকত হোসেন দলীয় মনোনয়ন পেয়েছেন।

এম এ মালিক যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। প্রবাসে থেকেও তিনি নিয়মিতভাবে দলের কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের সমালোচনামূলক বক্তব্যের মাধ্যমে আলোচনায় ছিলেন। গত বছর দেশে ফিরে স্থানীয় রাজনীতিতেও সক্রিয় হন।

অন্যদিকে, সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থী মোহাম্মদ কয়সর আহমেদ যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। দীর্ঘদিন প্রবাসে থেকেও তিনি দলের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেছেন।

মৌলভীবাজার-২ আসনের প্রার্থী সওকত হোসেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এবং কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য। প্রবাসে থেকেও তিনি বিএনপির রাজনৈতিক তহবিল সংগ্রহ ও জনসংযোগে সক্রিয় ভূমিকা রাখেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফিরে স্থানীয় পর্যায়ে দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন নিয়মিতভাবে।

স্থানীয় বিএনপি নেতারা বলছেন, প্রবাসে থেকেও এসব নেতারা দলের জন্য নিরলসভাবে কাজ করেছেন। দেশে ফিরে তাঁরা নির্বাচনী এলাকায় কর্মীসংগঠন শক্তিশালী করতে কাজ করছেন। তাঁদের মনোনয়ন প্রবাসী নেতা-কর্মীদের মধ্যেও উৎসাহের সঞ্চার করেছে বলে জানা গেছে।