রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৪ নভেম্বর ২০২৫, ৬:১৬ অপরাহ্ন
শেয়ার

মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন স্থগিত


BNP Candidate change

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

মাদারীপুর-১ (শিবচর) আসনে ঘোষিত মনোনয়ন স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই আসনে গতকাল কামাল জামান মোল্লাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে এই আসনের ঘোষিত মনোনয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে।

এর আগে গতকাল সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩৭টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন। সেই তালিকায় মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লার নামও ছিল।