
ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা মুছে দিতে একটি মহল দীর্ঘদিন ধরে নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তবে যতই অপপ্রচার হোক, বাঙালি জাতি মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস ভুলে যাবে না।
সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ড এই সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘মুক্তিযুদ্ধের স্মৃতি কেবল ইতিহাসের বইয়ে নয়—এটি আমাদের রক্তে, আমাদের শিরায় প্রবাহিত। আমরা বুকের ভেতর মুক্তিযুদ্ধকে বয়ে বেড়াচ্ছি, কারণ এটাই আমাদের অস্তিত্বের মূল উৎস।’
তিনি অভিযোগ করেন, যারা একসময় হানাদার বাহিনীর দোসর হয়ে নিরীহ মানুষ হত্যা ও নারী নির্যাতনে সহায়তা করেছিল, তারাই এখন বিভিন্ন নামে মুখোশ পরে সামনে আসছে।
নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন পিছিয়ে দেওয়া বা বানচালের চেষ্টা দেশের জন্য বিপর্যয় ডেকে আনবে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে কেউ বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না, ইতিহাস তার প্রমাণ।’





























