রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৪ নভেম্বর ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
শেয়ার

গণভোটে সংবিধান সংশোধন সম্ভব নয়, প্রয়োজন সংসদ: সালাহউদ্দিন আহমেদ


Salauddin Ahmed

সালাহউদ্দিন বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের মূল ভিত্তি হলো নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করা

গণভোটের মাধ্যমে কোনো আইন বা সংবিধান সংশোধন করা যাবে না—এ জন্য একটি কার্যকর জাতীয় সংসদ গঠন অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজিত মৌন মিছিলের আগে এক সমাবেশে তিনি এ বক্তব্য দেন।

সালাহউদ্দিন বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের মূল ভিত্তি হলো নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করা। দেশে বসবাসকারী প্রতিটি মানুষ যেন ধর্ম, সংস্কৃতি বা অন্য কোনো পরিচয়ের কারণে বৈষম্যের শিকার না হন—এটাই হওয়া উচিত রাষ্ট্রের লক্ষ্য। “আমাদের সবার পরিচয় একটাই—আমরা বাংলাদেশের নাগরিক,” বলেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনায় যে বাংলাদেশ গঠনের অঙ্গীকার করা হয়েছিল, সেই লক্ষ্য অর্জনে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা জরুরি। “আমরা এমন এক শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র চাই, যেখানে বৈষম্য, বিভাজন ও বঞ্চনা থাকবে না।”

জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ওই সনদে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বিএনপি সেটি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তবে সনদের বাইরের কোনো প্রস্তাব জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা জনগণই বিচার করবে বলে মন্তব্য করেন তিনি।