রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৪ নভেম্বর ২০২৫, ৩:৩২ অপরাহ্ন
শেয়ার

সিলেট টেস্ট

ইনিংস ব্যবধানে জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ


Bangladesh

সিলেট টেস্টে দাপুটে পারফরম্যান্সে ইনিংস ও ৪৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ। আজ চতুর্থ দিনে আয়ারল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ২৫৪ রানে অলআউট করে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

দিনের শুরুতেই নাটকীয়তা। তৃতীয় বলেই তাইজুল ইসলামের ডেলিভারিতে ব্যাট ছুঁয়ে বল জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। আত্মবিশ্বাসী আবেদন সত্ত্বেও আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউয়ে পরিবর্তিত হয়। ঠিক কয়েক সেকেন্ড আগে রিভিউ নেওয়া বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন স্লিপে দাঁড়িয়ে ছিলেন। বড় স্ক্রিনে একসময় ভেসে ওঠে লাল রঙের লেখা- ‘আউট’।

এর আগে ৫৮৭ রানের প্রথম ইনিংসে লিড দাঁড়ায় ৩০১। তৃতীয় দিনের শেষ বিকেলে ৫ উইকেট হারানো আয়ারল্যান্ডকে নিয়ে তখনই জয়ের পথ সহজ হয়ে গিয়েছিল বাংলাদেশের। তবু আজ জয় নিশ্চিত করতে লেগেছে প্রায় দেড় সেশন।

আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা রিভিউতে বারবার বেঁচে যাওয়ায় দীর্ঘায়িত হয়েছে বাংলাদেশের অপেক্ষা। মিরাজের এক ওভারে অ্যান্ডি ম্যাকব্রাইন দুবার রিভিউ নিয়ে টিকে যান, প্রথম সেশনে বলবার্নিও রিভিউতে রক্ষা পান। ম্যাকব্রাইনের ৫২ রানের লড়াকু ইনিংস আয়ারল্যান্ডকে ধরে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত নাহিদ রানা তাঁর ক্যাচ তুলে নিলে ভাঙে প্রতিরোধ।

ম্যাকার্থি–নেইলের ৫৪ রানের জুটিতেও কিছুটা দেরি হয় আয়ারল্যান্ডের ইনিংসের ইতি টানতে। তবে শেষ পর্যন্ত তাইজুল ইসলাম ও অভিষিক্ত হাসান মুরাদের ঘূর্ণিতে গুটিয়ে যায় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে এই দুই বাঁহাতি স্পিনার মিলেই নেন ৭ উইকেট।

পুরো ম্যাচেই আয়ারল্যান্ডকে তেমন প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়নি বাংলাদেশ। ব্যাট হাতে ওপেনার মাহমুদুল হাসান ১৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন। অধিনায়ক নাজমুল হোসেন তুলেছেন তাঁর চতুর্থ সেঞ্চুরি। প্রথম চার ব্যাটসম্যানই পেয়েছেন ৮০ -এর ওপর রান। বল হাতে হাসান মুরাদের অভিষেকও হয়েছে স্মরণীয়।

আগামী ১৯ নভেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড: ২৮৬ ও ২৫৪ (ম্যাকব্রাইন ৫২, স্টার্লিং ৪৩; মুরাদ ৪/৬০, তাইজুল ৩/৮৪)
বাংলাদেশ: ৫৮৭/৮ ঘোষণা
ফল: বাংলাদেশ ইনিংস ও ৪৭ রানে জয়
ম্যাচসেরা: মাহমুদুল হাসান
সিরিজ: বাংলাদেশ ১–০ এগিয়ে