
পটুয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালী সার্কিট হাউজে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। নির্বাচনকে সামনে রেখে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা, নিরাপত্তা ব্যবস্থা, মাঠপর্যায়ের প্রস্তুতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিশেষ করে পর্যটন অঞ্চলগুলোতে অতিরিক্ত নজরদারি জোরদার করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীলতা তৈরি করতে দেওয়া হবে না। জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তিনি আরও জানান, নিরাপত্তা বাহিনী মাঠে সতর্ক অবস্থানে রয়েছে এবং ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ তাদের ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগ করতে পারবে।






















