রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৭ নভেম্বর ২০২৫, ১:১৩ অপরাহ্ন
শেয়ার

বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২ এ শিক্ষার্থীরা, পুলিশি বাধা


ঢাকা কলেজের শিক্ষার্থীরা বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২-এ গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন। এর আগে সোমবার (১৭ নভেম্বর) সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২-এর দিকে রওনা দেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

এসময় তারা বাধা দিলে ধানমন্ডি ৩২ থাকবে না, ‘ভাঙতে ভাঙতে ভাঙতে দে, মুজিববাদ মুর্দাবাদসহ নানা রকম স্লোগান দিতে থাকেন।‘

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার প্রেক্ষিতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এদিন ঢাকা সকালে কলেজের প্রধান ফটক থেকে শিক্ষার্থীদের একাংশ মিছিল বের করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার প্রধান ফটকে অবস্থান নেন। এসময় তারা ‘হাসিনার ফাঁসি চাই’, ‘রশি লাগলে রশি নে’, ‘শেষ হয়নি যুদ্ধ’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী যোগ দেন। মিছিল শেষে তারা বুলডোজারসহ ধানমন্ডি ৩২-এর পথে রওনা হন।