রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৭ নভেম্বর ২০২৫, ৬:২৭ অপরাহ্ন
শেয়ার

হাসিনা-কামালকে হস্তান্তরে ভারতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আহ্বান


Foreign Ministry

জুলাই হত্যাকাণ্ডে পলাতক আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দোষী সাব্যস্ত ও দণ্ডিত হওয়ার পর তাদের দ্রুত দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৭ নভেম্বর) রায়ের প্রতিক্রিয়ায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের কোনো দেশ আশ্রয় দিলে তা ‘অবন্ধুসুলভ আচরণ’ এবং ‘ন্যায়বিচারের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ হিসেবে গণ্য হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ–ভারত বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে দণ্ডিত ব্যক্তিদের বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা ভারতের ‘অবশ্য পালনীয় আন্তর্জাতিক দায়িত্ব’। সেই সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয়।

রায়ের পর পলাতক দুই আসামিকে দেশে এনে শাস্তি কার্যকরের বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।