রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৭ নভেম্বর ২০২৫, ৮:০৩ অপরাহ্ন
শেয়ার

হাসিনাকে দেশে এনে রায় কার্যকরের দাবি ডাকসু ভিপির


sadik
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তাঁকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

সোমবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ থেকে বের হয়ে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ দাবি জানান।

সাদিক কায়েম বলেন, “রায়ে শহীদ পরিবারসহ সবাই সন্তুষ্ট। তবে রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের সন্তুষ্টি পূর্ণতা পাবে না। আমরা সরকারের কাছে দাবি জানাই- অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।”

এর আগে ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। প্যানেলের অন্য সদস্য ছিলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার অন্য দুই আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।