রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২০ নভেম্বর ২০২৫, ৭:৩১ পূর্বাহ্ন
শেয়ার

বুনিয়াদি প্রশিক্ষণরত তিন সহকারী কমিশনার চাকরিচ্যুত


jonoproshashon montronaloy

বুনিয়াদি প্রশিক্ষণরত তিনজন সহকারী কমিশনারকে সরকারি চাকরি থেকে অপসারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এহছানুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের চাকরিচ্যুতির বিষয়টি জানানো হয়।

চাকরিচ্যুত তিনজনসহকারী কমিশনার হলেন—কাজী আরিফুর রহমান (ফরিদপুর), অনুপ কুমার বিশ্বাস (বগুড়া) ও নবমিতা সরকার (পিরোজপুর)। তাঁরা কর্মস্থলে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছিলেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪৩তম ব্যাচের এই শিক্ষানবিশ কর্মকর্তাদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

এ ছাড়া জানানো হয়েছে, সরকারি চাকরির মেয়াদকালে তাঁদের কাছে সরকারের কোনো আর্থিক পাওনা থাকলে তা ‘দ্যা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩’ অনুযায়ী আদায় করা হবে।