রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ নভেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ন
শেয়ার

ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার


Bangladesh-Government

ফাইল ছবি

দেশে শুক্রবার (২১ নভেম্বর) সংঘটিত ভূমিকম্পে নিহত ও আহত পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের প্রত্যেকে পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের  প্রত্যেককে ১৫ হাজার টাকা জেলা প্রশাসনের মাধ্যমে প্রদান করা হচ্ছে। এই কার্যক্রম এখনও অব্যাহত আছে।

শনিবার (২২ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জরুরি সাড়াদান কেন্দ্র খোলা হয়েছে। কেন্দ্রের মাধ্যমে সব জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও মাগুরা জেলা থেকে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ঢাকা জেলায় চারজন নিহত ও ৫৯ জন আহত, নারায়ণগঞ্জে ১ নিহত ও ১৮ আহত, নরসিংদীতে ৫ নিহত ও ১১০ আহত, গাজীপুরে ২৫২ জন আহত এবং মাগুরাতে ২২ জন আহত হয়েছে। সব মিলিয়ে ১০ জন নিহত এবং ৪৬১ জন আহতের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

এর পাশাপাশি আবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে ৪.৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যানুযায়ী, এর মাত্রা ৩.৭।

এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয় (মাত্রা ৩.৩)। এছাড়া শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে (মাত্রা ৫.৭) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে এবং অন্তত ১০ জন নিহত হয়।