রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৭ নভেম্বর ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন
শেয়ার

আগামী জি-২০ সম্মেলনে আমন্ত্রণ পাবে না দক্ষিণ আফ্রিকা


Trump-Ramaphosa

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানানো হবে না। শুধু তাই নয়, দেশটিকে দেওয়া সব ধরনের মার্কিন অর্থ প্রদান ও ভর্তুকি অবিলম্বে বন্ধেরও নির্দেশ দিয়েছেন তিনি। ২০২৬ সালের ডিসেম্বরে ফ্লোরিডার ডোরালে অবস্থিত ট্রাম্পের গলফ রিসোর্টে এই সম্মেলন হওয়ার কথা।

ট্রাম্পের দাবি, দক্ষিণ আফ্রিকার আচরণ দেখিয়েছে যে তারা কোনো আন্তর্জাতিক জোটের সদস্যপদ পাওয়ার যোগ্য নয়। জি-২০–এর ইতিহাসে কোনো দেশকে এমনভাবে বাদ দেওয়ার ঘটনা হবে এই প্রথম।

এ সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা একটি সার্বভৌম গণতান্ত্রিক দেশ, যার বৈশ্বিক প্ল্যাটফর্মে অংশগ্রহণের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা গ্রহণযোগ্য নয়। অন্যদিকে প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারা বিষয়টিকে জল্পনা হিসেবেই দেখছেন।

এর আগেও ট্রাম্প প্রশাসন শ্বেতাঙ্গ কৃষকদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলে দক্ষিণ আফ্রিকার সহায়তা স্থগিত করেছিল। তবে এবার কোন কোন খাতে অর্থ প্রদান বন্ধ হচ্ছে তা স্পষ্ট নয়। গত ২২–২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার এক সম্মেলন বয়কটও করেছিল যুক্তরাষ্ট্র।

এদিকে, ২০২৬ সালের জি-২০ সম্মেলনে পোল্যান্ডকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। জোটে সদস্যপদ পাওয়ার আগ্রহ অনেকদিনের পোল্যান্ডের। দেশটির প্রেসিডেন্ট ক্যারল নওরোকি গত সেপ্টেম্বরে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর দাবি করেছিলেন যে তিনি আমন্ত্রণ পেয়েছেন।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার সম্পর্ক বর্তমানে তীব্র টানাপোড়েনের মধ্যে রয়েছে। গত মার্চে ওয়াশিংটন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করে বহিষ্কার করে। চলতি মাসে জোহানেসবার্গে জি-২০ সভাপতিত্ব হস্তান্তর অনুষ্ঠানেও কোনো উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি উপস্থিত ছিলেন না বলে অভিযোগ উঠেছে।

সূত্র: সিএনএন