রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৮ নভেম্বর ২০২৫, ৭:৫০ অপরাহ্ন
শেয়ার

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা


khaleda-yunus

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি নিয়মিতভাবে খালেদা জিয়ার স্বাস্থ্য অগ্রগতির খোঁজ রাখছেন এবং চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রধান উপদেষ্টা তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

পোস্টে তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।”

তিনি আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য একটি অনুপ্রেরণার প্রতীক, আর তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার চিকিৎসা–সংক্রান্ত সব কার্যক্রমে সংশ্লিষ্টদের সার্বক্ষণিক সমন্বয় ও সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনাও প্রদান করেছেন।