রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট রাজনীতি ২৯ নভেম্বর ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন
শেয়ার

হাসপাতালে ভিড় না করে খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান বিএনপির


Rizvi BNP

জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজ

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাসপাতালে ভিড় না করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি দলটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। দলের পক্ষ থেকে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ আহ্বান জানান।

শনিবার (২৯ নভেম্বর) এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে রিজভী বলেন, খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা দল বুঝতে পারে। তবে হাসপাতালে অযথা ভিড়ের কারণে চিকিৎসা পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য তিনি নেতাকর্মী ও সমর্থকদের হাসপাতালে জমায়েত না হয়ে নিজ নিজ স্থান থেকে তার রোগমুক্তির জন্য প্রার্থনা করার আহ্বান জানান।

রিজভী আরও জানান, খালেদা জিয়ার পরিবার এবং বিএনপির পক্ষ থেকেও হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে একই নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগলেও গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ ও হৃদ্‌যন্ত্রের সমস্যা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে তার নিবিড় চিকিৎসা চলছে।