রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ফিচার ১৪ অক্টোবর ২০১৪, ৫:১৯ পূর্বাহ্ন
শেয়ার

পৃথিবীর বৃহত্তম গুহা


caveবিশ্বের বৃহত্তম গুহা আবিষ্কৃত হল চিনে। চিনের মিয়াও রুম চেম্বারই বিশ্বের সর্ববৃহৎ গুহা। এই গুহা প্রায় এক কোটি ঘন মিটারের বলে জানা গিয়েছে।

গবেষকরা জানিয়েছেন, মালয়েশিয়ার সারাওয়াক চেম্বারের থেকে চিনের এই গুহা প্রায় দশ গুন বড়। এতদিন পর্যন্ত মালয়েশিয়ার ওই গুহাকেই সবথেকে বড় হিসেবে চিহ্নিত করা হয়েছিল। যেটি ১০ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে রয়েছে।